সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
আন্তর্জাতিক

পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া-চীন-ইরানের কৌশলগত ঐক্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমা প্রভাব ও একতরফা নিষেধাজ্ঞার মোকাবিলায় কৌশলগত জোট গড়ছে রাশিয়া, চীন ও ইরান। সম্প্রতি তেহরানে আয়োজিত এক উচ্চপর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠকে তিন দেশ যৌথভাবে এই উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল—পশ্চিমা আধিপত্য, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা।

চীন ও রাশিয়ার প্রতিনিধিরা বলেন, একতরফা চাপ ও হুমকি মোকাবিলায় কূটনৈতিক সমন্বয় ও সহযোগিতা এখন সময়ের দাবি।

বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে পরমাণু চুক্তি (JCPOA) থেকে সরে যাওয়ার পর এই চুক্তির কোনো ধারা সক্রিয় করার অধিকার হারিয়েছে। ইউরোপ যদি জাতিসংঘের মাধ্যমে আবার নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে, তা হবে পুরোপুরি অবৈধ।

তিনি আরও জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। একই সঙ্গে পশ্চিমা বলপ্রয়োগের কূটনীতিরও তীব্র সমালোচনা করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বৈঠক একতরফাবাদ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধ গঠনের অংশ। তারা আরও বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা শুধু ইরানের জন্য নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর জন্যও মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি করছে।

তেহরানের দৃষ্টিতে, এই ত্রিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে একটি বহুমুখী আঞ্চলিক কাঠামোর ভিত্তি হয়ে উঠতে পারে। বৈঠকে তিন দেশ সিদ্ধান্ত নেয়, আগামী দিনে পারস্পরিক পরামর্শ ও কৌশলগত সমন্বয় আরও জোরদার করা হবে।

বৈঠকের পরপরই ইরান ও ইউরোপীয় ‘ট্রোইকা’—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য—মাঝে ইস্তাম্বুলে আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে পরমাণু চুক্তির ভবিষ্যত এবং ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

গারিবাবাদি জানিয়েছেন, ইরান ওই আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে বাস্তবসম্মত প্রস্তাব দেবে। তবে তাদের অবস্থান স্পষ্ট— স্থায়ী সমাধান পেতে হলে সব নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে ও নিঃশর্তে প্রত্যাহার করতে হবে।

বিশ্লেষকদের মতে, তেহরানে এই বৈঠক এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া, চীন ও ইরান এখন একটি যৌথ কৌশলগত বলয়ে একত্র হচ্ছে—যার মুখ্য উদ্দেশ্য হলো পশ্চিমা চাপ ও আধিপত্যের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন