বর্ষার মাঝেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়, অবাক স্থানীয়রা

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বর্ষাকাল মানেই টানা বৃষ্টি আর ভ্যাপসা গরম। তবে এবার পঞ্চগড়ের সকালে দেখা মিলেছে এক ব্যতিক্রমী চিত্রের—ঘন কুয়াশায় ঢাকা চারপাশ।
ভ্যাপসা গরমের মাঝেও বুধবার (২৩ জুলাই) ভোরে জেলার বিভিন্ন এলাকায় শীতকালের মতো কুয়াশা দেখা গেছে, যা দেখে অবাক স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অনেকেই বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের একটি অস্বাভাবিক ইঙ্গিত। কুয়াশার এই দৃশ্য ভোর ৬টা পর্যন্ত স্পষ্ট ছিল, এরপর বেলা বাড়ার সঙ্গে তা ধীরে ধীরে কেটে যায়।
পঞ্চগড় পৌরসভার বাসিন্দা অলিয়র রহমান জানান, “গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ছে। এর মাঝেই আজ সকালে হঠাৎ চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে। মনে হচ্ছিল শীতকাল এসে গেছে। তবে তাপমাত্রা গরমই ছিল।”
রিকশাচালক হাবিবুর রহমান বলেন, “প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হই। কিন্তু আজকের ভোরে চারপাশ এত কুয়াশায় ঢেকে ছিল যে গাড়ির লাইট জ্বালিয়ে চলতে হয়েছে। গরমের ভেতরে এমন কুয়াশা জীবনে প্রথম দেখলাম।”
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বর্তমানে অতিমাত্রায় সক্রিয়। সেই সঙ্গে বাতাসে ধুলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অস্বাভাবিক কুয়াশা সৃষ্টি হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “মৌসুমি বায়ুর সক্রিয়তা ও ধুলিকণার উপস্থিতির কারণে কুয়াশা দেখা দিয়েছে। যদিও কিছুটা বৃষ্টিও হয়েছে, তবে তা উল্লেখযোগ্য নয়।”
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ভোর ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
ভ্যাপসা গরমের মধ্যেও আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
১১২ বার পড়া হয়েছে