সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহে যুবক নিহত, মা আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হাবিবুর মোড়ল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত হাবিবুর মোড়ল উপজেলার আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন। স্থানীয়রা জানান, হাবিবুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়তেন তিনি।

সোমবার রাতে হাবিবুর একটি মোটরসাইকেল কেনার দাবি জানান। এ নিয়ে স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হাবিবুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা পারুল বেগমকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন