শিক্ষার্থীদের বিক্ষোভ : পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ৮০ জন ঢামেকে

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিভিন্ন দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা সচিবালয় এলাকায় থাকা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে।
বিকেল পৌনে ৪টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন নিরাপত্তা সদস্যও আহত হন।
পরবর্তীতে শিক্ষার্থীরা পিছু হটে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন। সেখানে আবারও পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে