সারাদেশ

পাইলট তৌকির ইসলামের দাফন আজ রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন আজ (মঙ্গলবার) রাজশাহীতে সম্পন্ন হবে।

এরই মধ্যে রাজশাহীর সপুরা কবরস্থানে তার কবর প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

নিহতের চাচা মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার রাতে পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর রাজশাহী শহরের উপশহর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দুপুরের পর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে।

সকালে নগরীর উপশহর এলাকার সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায়, মসজিদের পাশে তৌকির ইসলামের জন্য কবর খোঁড়ার কাজ চলছে। কবর প্রস্তুতকারীরা জানান, সকাল থেকেই কয়েকজন মিলে তারা কবর খননের কাজে নিয়োজিত আছেন।


উল্লেখ্য, পাইলট তৌকির ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর একজন প্রশিক্ষণার্থী ছিলেন। সোমবার (২১ জুলাই) উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন