উত্তরায় বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন—এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বোচ্চ ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন। কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন, তবে এখন পর্যন্ত সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ঢাকা সিএমএইচে (সেনা হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন, মৃত্যু হয়েছে ১ জনের।
উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মধ্যে ১ জন মারা গেছেন।
অন্যদিকে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জনের কারও মৃত্যু হয়নি। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন, তবে সেখানে কোনো মৃত্যু হয়নি।
আইএসপিআর-এর তথ্যমতে, এখন পর্যন্ত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।
১২৯ বার পড়া হয়েছে