বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণের জন্য ধ্রুবতারার চারা বিতরণ কর্মসূচি

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এক চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জহিরুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও দূষণের ফলে পার্বত্য অঞ্চলের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব সমস্যা মোকাবেলায় আমাদের প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টা।" তিনি আরও বলেন, "প্রতিটি পরিবারে সদস্যসংখ্যা অনুযায়ী অন্তত একটি করে গাছ রোপণ করা হলে, তা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও এনভায়রনমেন্ট সোসাইটির মডারেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনভায়রনমেন্ট সোসাইটির সদস্য রুনলে ম্রো এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ধ্রুবতারার সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারার চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী মো. আরিফ, বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী, সহ-সাধারণ সম্পাদক রুনলে ম্রো, সাংগঠনিক সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সুলিন ত্রিপুরা, পরিকল্পনা সম্পাদক মো. ঈশান, আইসিটি সম্পাদক আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে করে ভবিষ্যতে পুরো ক্যাম্পাস এলাকাকে সবুজ ও প্রাণবন্ত পরিবেশে রূপান্তর করা সম্ভব হবে।
১৫৯ বার পড়া হয়েছে