জুলাই যোদ্ধাদের সরকারি চাকরিতে কোটা থাকবে না: উপদেষ্টা

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি বলেন, যোগ্যতা অনুযায়ীই চাকরি পাবে তারা, আলাদা কোনো কোটা নির্ধারিত হবে না।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চাকরির কোটা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “না, কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা বিবেচনা করব।”
তিনি আরও জানান, পুনর্বাসন কার্যক্রমের আওতায় সরকারি সহায়তা থাকবে, তবে তা চাকরি বা ফ্ল্যাট প্রদানের আকারে নয়। প্রশিক্ষণের মাধ্যমে বা আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদানই হবে মূল লক্ষ্য। যাদের যেভাবে পুনর্বাসনের প্রয়োজন, সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে। হাঁস-মুরগি পালন, পশুপালন বা অন্যান্য পেশার জন্য সহায়তা করার কথাও বলেন তিনি।
জুলাই যোদ্ধাদের জন্য সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে টানা উচিত নয়। তারা মহান, তাদের অবদান অনস্বীকার্য।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব মানুষ শহীদ ও আহত হয়েছিলেন, তাদের স্বীকৃতি ও সহায়তার দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হচ্ছিল। এবার মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে সরকারি চাকরিতে কোটা না রাখার সিদ্ধান্ত স্পষ্ট করেছে সরকার।
১৩০ বার পড়া হয়েছে