আইন-আদালত

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রিট নিষ্পত্তি হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার রিট আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন। তিনি জানান, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে আদালতের পর্যবেক্ষণ বিস্তারিত জানা যাবে।

সারজিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে আদালত অবমাননার এই আবেদন করা হয়। ২০২৪ সালের ২২ মে হাইকোর্ট একটি রিট খারিজ করে দেন, যেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল। এ আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম মন্তব্য করেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?”— যা আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ ওঠে।

এই মন্তব্যের পর, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে এবং একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় আইনজীবী মো. জসিম উদ্দিন ২৮ মে আদালত অবমাননার অভিযোগ এনে রিট আবেদন দায়ের করেন।

অবশেষে, হাইকোর্ট পর্যবেক্ষণসহ রিট আবেদনটি নিষ্পত্তি করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন