জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার (২০ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের প্রভাবে টানা ২ থেকে ৩ দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। লঘুচাপ তৈরি হওয়ার আগেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, একই সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সারাদেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী সোম ও মঙ্গলবার (২১ ও ২২ জুলাই) রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। এ সময়ে ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, যেখানে ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন