আন্তর্জাতিক
গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
গাজায় হামাসের ‘ক্ষয়িষ্ণু যুদ্ধ’: তিন ইসরায়েলি সেনা নিহত
স্পেশাল করেসপন্ডেন্ট
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
হামাস ঘোষণা দিয়েছে, তারা ‘ক্ষয়িষ্ণু যুদ্ধ’ কৌশলে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের পথে অটল।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় ট্যাংক বিস্ফোরণে এই তিন সেনার প্রাণহানি ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, হামাস যোদ্ধারা গেরিলা কৌশল ও বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর আঘাত হানছে।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি হতাহতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কার্যত স্থবির অবস্থায় রয়েছে, ফলে মানবিক সংকট আরও তীব্র হয়েছে।
চলমান সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।
২৭৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন