সর্বশেষ

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়া ফ্লাইট দুর্ঘটনা: শেষ মুহূর্তে কী ঘটেছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়নের মাত্র ৩০-৪০ সেকেন্ডের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী বেঁচে যান, বাকি ২৪১ জন যাত্রী ও ক্রু এবং আরও ১৯ জন মাটিতে নিহত হন।

গত ১২ জুন দুপুর ১:৩৮ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানের দুইটি ইঞ্জিনে জ্বালানির সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। তদন্তে দেখা যায়, ককপিটের ফুয়েল-কন্ট্রোল সুইচ ‘RUN’ থেকে ‘CUTOFF’ অবস্থায় চলে যায়, যার ফলে দুই ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে পড়ে।

ককপিট ভয়েস রেকর্ডারে শেষ মুহূর্তে পাইলটদের বিভ্রান্তি ও আতঙ্কের শব্দ শোনা যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের হোস্টেল ও আবাসিক ভবনে বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, কীভাবে বা কেন ফুয়েল-কন্ট্রোল সুইচগুলো উড্ডয়নের ঠিক পরেই ‘CUTOFF’ অবস্থায় চলে গেল। কোনো প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল, বা বাইরের হস্তক্ষেপের বিষয়টি তদন্তাধীন। ভারতের ইতিহাসে এটি অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন