সর্বশেষ

সারাদেশ

নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের হামলায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার একাধিক স্থানে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম হামলার ঘটনা ঘটে সদর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। দুপুর ২টার দিকে ওই এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হন ইমরান হাসান (৪০), তানভির রহমান (৮) ও সামিউল ইসলাম (৮)। পরে পৌরসভার ডুমুরতলা এলাকায় একই কুকুর বা অন্য একটি পাগলা কুকুরের হামলায় আহত হন আরও ৭ জন। তারা হলেন—আবু রায়হান (৫), লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া হাসান (৫) ও রেশমা বেগম (৪০)।

আহত সবাইকে নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, "বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি এবং প্রয়োজনে র‍্যাবিস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত কুকুরটি ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন