হাসিনা কণ্যা পুতুলের WHO থেকে অনির্দিষ্টকালের ছুটি: হেলথ পলিসি ওয়াচের অনুসন্ধান

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে ঘিরে সাম্প্রতিক দুর্নীতির অভিযোগে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘হেলথ পলিসি ওয়াচ’ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) সম্মানজনক ভূমিকা পালনের বিষয়ে মিথ্যাচার করার অভিযোগও উত্থাপিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (ACC) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। অভিযোগের মধ্যে রয়েছে, WHO-র আঞ্চলিক পরিচালক পদ পেতে ভুয়া তথ্য প্রদান, সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে বিপুল অর্থ আদায় এবং নিজেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সদস্য হিসেবে পরিচয় দেওয়া, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হেলথ পলিসি ওয়াচ আরও জানিয়েছে, WHO কর্তৃপক্ষ সায়মা ওয়াজেদকে ১১ জুলাই ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে। যদিও WHO-র অফিসিয়াল ওয়েবসাইটে এখনো তাঁর নাম আঞ্চলিক পরিচালক হিসেবে রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে তাঁর কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। বাংলাদেশের সরকার WHO-কে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে এবং সায়মা ওয়াজেদ বর্তমানে ‘ডিসফাংশনাল’ অবস্থায় আছেন বলে জানিয়েছে।
এই ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালত ও WHO-র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
১২৬ বার পড়া হয়েছে