পুরান ঢাকায় ব্যবসায়ী খুন : ২ আসামির রিমান্ড, যুবদলের ২ নেতা বহিস্কার

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আরেক আসামি তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোতয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তানভীর মোর্শেদ চৌধুরী।
এ ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামির মধ্যে দুজন বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কেন্দ্রীয় ও মহানগরে নেতা। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় কোতয়ালি থানার এসআই নাসির উদ্দিন মাহিনের বিরুদ্ধে ১০ দিনের এবং অস্ত্র মামলায় রবিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানালেও আদালত তা খারিজ করে যথাক্রমে ৫ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নৃশংস হত্যাকাণ্ড
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় কয়েকজন ব্যক্তি মিলে লাল চাঁদ ওরফে সোহাগকে মাথায় পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বড় বোন কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ পৃথকভাবে একটি অস্ত্র আইনের মামলাও করে।
পুলিশ বলছে, ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। রিমান্ডে থাকা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
১৩২ বার পড়া হয়েছে