বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় দ্বিতীয় দিনের বৈঠক, সমঝোতার আশাবাদ দুই পক্ষের

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বাংলাদেশের কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায়।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য, বাণিজ্য ঘাটতি এবং চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের প্রতিনিধি দল প্রায় সব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যুতে আলোচনা করেন। বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকমিউনিকেশনবিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তাইয়েব, যারা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ, ট্রেজারি, বিনিয়োগ ও আইপি সংক্রান্ত সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবারও আলোচনা শুরু হয় এবং শুক্রবারও বৈঠক চলবে। আলোচনায় বেশ কিছু অগ্রগতি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দুই দেশই শুল্ক ইস্যুতে পারস্পরিক সুবিধাজনক সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।
১৪০ বার পড়া হয়েছে