তিস্তা ও কুশিয়ারায় পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নদী তীরবর্তী নিম্নাঞ্চল

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে এবং সতর্কসীমা ছুঁয়ে প্রবাহিত হতে পারে।
এতে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ক্রমাগত বাড়ছে। যদিও বর্তমানে এসব নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে, তবে আগামী দুই দিন পানি সমতল আরও বাড়তে পারে। এরপর একদিন স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সিলেট অঞ্চলের নদ-নদীর বিষয়ে জানানো হয়, সেখানে সুরমা নদীর পানি সমতল এখন স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সতর্কসীমা ছুঁয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহও বাড়ছে। এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে এ দুই নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
১৩১ বার পড়া হয়েছে