লোহাগড়ায় মাছের ঘেরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় মাছের ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রিয়া খানম (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রিয়া খানম বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় সারুলিয়া হাফেজিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া তার ছোট ভাই এবং সমবয়সী কয়েকজন শিশুকে নিয়ে বাড়ির পাশের একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। সঙ্গে থাকা শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে তলিয়ে যায়।
পরে তারা দ্রুত প্রিয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. বিল্লাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২২ বার পড়া হয়েছে