সর্বশেষ

জাতীয়

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক রেসপন্স টিম গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে টানা বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক জরুরি রেসপন্স টিম গঠন করেছে।

একইসঙ্গে চালু করা হয়েছে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে রাজধানীসহ আশপাশের অঞ্চলে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আগামী কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ অবস্থায় জলাবদ্ধতা প্রতিরোধে ডিএসসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে কোনো ওয়ার্ডে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে নাগরিকদের তাৎক্ষণিকভাবে ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য একটি হটলাইন নম্বর (০১৭০৯৯০০৮৮৮) চালু রাখা হয়েছে।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পানি নিষ্কাশন ও নাগরিক দুর্ভোগ কমাতে সমন্বিতভাবে কাজ করছে রেসপন্স টিমগুলো।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন