সর্বশেষ

জাতীয়

এখন আন্তর্জাতিক চাপ বাড়বে,পালানোর পথ নেই : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে তার বিচার দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “বিবিসির সম্প্রতি প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণসহ উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের জুলাইয়ে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। যেখানে শতাধিক শিশুসহ অনেক বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রয়েছে।”

তিনি আরও লেখেন, “এই তথ্যপ্রমাণ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য বৈশ্বিক চাপ আরও জোরালো হবে। তার আর পালানোর কোনো পথ নেই।”

শফিকুল আলমের দাবি অনুযায়ী, “গত ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের ভেতরে দমন-পীড়ন ও সহিংসতার জন্য শেখ হাসিনাকে এবং তার নির্দেশে যারা এসব ঘটিয়েছে, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।”

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী শাখা ‘বিবিসি আই ইনভেস্টিগেশন’ এক প্রতিবেদনে দাবি করে, একটি ফাঁস হওয়া ফোনালাপ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন। অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়: “যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।”

বিবিসির দাবি, অডিওটি ২০২৩ সালের ১৮ জুলাই গণভবন থেকে করা একটি ফোনালাপ, যা চলতি বছরের মার্চে ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে নিশ্চিত করেছে যে, অডিওটিতে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন