সর্বশেষ

জাতীয়

বিক্ষোভ দমনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসির অনুসন্ধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৩ সালের জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তাদের অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই ইনভেস্টিগেশনস’ সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করে এমন তথ্য প্রকাশ করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।” প্রতিবেদনে বলা হয়, ফোনালাপটি গত বছরের ১৮ জুলাই গণভবন থেকে করা হয় এবং চলতি বছরের মার্চ মাসে তা ফাঁস হয়।

বিবিসির সঙ্গে কথা বলা একটি সূত্র জানায়, রেকর্ডিংটি বাংলাদেশের একটি শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অংশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে নির্দেশ দেওয়া হয় বলে দাবি করা হয়েছে ওই ফোনালাপে।

বিবিসি জানায়, ব্রিটিশ অলাভজনক প্রতিষ্ঠান ‘ইয়ারশট’ ফোনালাপটির ফরেনসিক বিশ্লেষণ করেছে। তারা নিশ্চিত করেছে, অডিওটি কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতির শিকার হয়নি এবং এটি একটি প্রকৃত ও অখণ্ড রেকর্ডিং। বিশ্লেষণে শেখ হাসিনার স্বর, উচ্চারণ, শ্বাসপ্রশ্বাস এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ পরীক্ষা করে মিল পাওয়া গেছে।

এছাড়াও, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি অভ্যন্তরীণ তদন্তে জানিয়েছে যে, ফোনালাপে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে যায়।

ফোনালাপটি স্পিকারে বাজিয়ে রেকর্ড করা হয়েছিল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ এতে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ছাড়াও ঘরের পরিবেশের শব্দ পাওয়া গেছে। রেকর্ডিংয়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ENF) বিশ্লেষণের মাধ্যমেও কোনো সম্পাদনার প্রমাণ মেলেনি।

ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, “এই অডিও প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রেকর্ডিংটি সঠিকভাবে যাচাই করা হয়েছে এবং অন্যান্য তথ্য-প্রমাণের সঙ্গেও এর মিল রয়েছে।”

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন