বৃটিশ রাজা ও ফরাসি প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠক

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৫ সালের ৮ জুলাই তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান, যা ব্রেক্সিট-পরবর্তী যুগে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
লন্ডনে পৌঁছানোর পর ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিতকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। পরে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয় ও রানি কামিলার সঙ্গে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও রাজকীয় শোভাযাত্রা হয়।
সফরের প্রথম দিন ছিল মূলত রাজকীয় আয়োজন ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ভরা। উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস ম্যাক্রোঁর সম্মানে রাজকীয় নৈশভোজের আয়োজন করেন, যেখানে দুই দেশের ঐতিহাসিক বন্ধন, কৌশলগত অংশীদারিত্ব ও ভবিষ্যৎ সহযোগিতার কথা তুলে ধরা হয়।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা, ইউক্রেন সংকট এবং অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ অভিবাসন ঠেকানো, মানবপাচার রোধ এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা গড়ে তোলার চেষ্টা হয়। ইউক্রেনের জন্য যৌথ সামরিক সহায়তা এবং যুদ্ধবিরতির পর ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি, ফরাসি কোম্পানি EDF-এর যুক্তরাজ্যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজা চার্লস তৃতীয় তার বক্তৃতায় বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স “জটিল হুমকির” মুখে একসাথে কাজ করবে এবং দুই দেশের বন্ধন “আগের চেয়ে আরও ঘনিষ্ঠ” হচ্ছে। ম্যাক্রোঁ সংসদে বক্তব্যে বলেন, “যুক্তরাজ্য ও ফ্রান্স একসঙ্গে থাকলে ইউরোপকে রক্ষা করতে পারবে।” তিনি দুই দেশের মধ্যে অভিবাসন, প্রতিরক্ষা ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
১২৯ বার পড়া হয়েছে