জাতীয়
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সেখানকার বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
ইরান থেকে দেশে ফিরেছেন আরও ৩২ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সেখানকার বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৮ জুলাই) ভোরে দুটি আলাদা ফ্লাইটে ২২ জন এবং সকাল ১০টায় আরেকটি ফ্লাইটে আরও ১০ জন ঢাকায় পৌঁছেছেন।
এর আগে, সংঘাত শুরু হলে চলতি জুলাই মাসের শুরুতেই ২৮ জন বাংলাদেশিকে স্থলপথে পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
তেহরানে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল সংঘাতের সময় দেশে ফিরতে আগ্রহী হয়ে প্রায় ২৫০ জন বাংলাদেশি দূতাবাসে নিবন্ধন করেছিলেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদের বেশিরভাগই আর ফিরতে চাচ্ছেন না।
তবে ইরানে অবস্থানরত অনেক অনিয়মিত (অবৈধ) বাংলাদেশি এখনও দেশে ফিরতে আগ্রহী বলে জানা গেছে।
বর্তমানে ইরানে আনুমানিক ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর