৭/৭ লন্ডন বোমা হামলার ২০ বছর: রাজার বাণীতে শোক ও ঐক্যের বার্তা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে সংঘটিত সিরিজ বোমা হামলার ২০তম বার্ষিকী উপলক্ষে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এক আবেগঘন বাণী দিয়েছেন।
তিনি বলেন, “আজ, ২০০৫ সালের ৭ জুলাইয়ের সেই ভয়াবহ ঘটনার ২০ বছর পূর্তিতে, আমার আন্তরিক ভাবনা ও বিশেষ প্রার্থনা রইল তাদের জন্য, যাদের জীবন চিরতরে বদলে গেছে। আমরা গভীর দুঃখের সঙ্গে স্মরণ করি ৫২ নিরপরাধ মানুষকে, যারা সেই নিষ্ঠুর সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন—এবং তাদের প্রিয়জনদের দীর্ঘস্থায়ী শোককে।”
রাজার বাণীতে আরও উঠে এসেছে, “আমরা স্মরণ করি শত শত মানুষকে, যারা শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছেন, এবং আশা করি, সময়ের সাথে সাথে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। সেই অন্ধকার দিন থেকে উঠে আসা অসংখ্য সাহস ও সহানুভূতির গল্প আমাদের অনুপ্রাণিত করেছে। জরুরি সেবাকর্মী, পরিবহনকর্মী ও সাধারণ নাগরিকদের নিঃস্বার্থ সাহসিকতা আমাদের দেখিয়েছে—সবচেয়ে খারাপ সময়েও মানুষের মধ্যে কতটা ভালোবাসা, সহানুভূতি ও একতা থাকতে পারে।”
তিনি জাতিকে আহ্বান জানান, “সব ধর্ম ও পটভূমির মানুষ যেন পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে একত্রে বাস করতে পারে, এবং যারা বিভাজন সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব।”
উল্লেখ্য, ২০০৫ সালের ৭ জুলাই সকালে লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ও একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন নিহত ও ৭০০-র বেশি মানুষ আহত হন। ২০ বছর পরও এই দিনটি ব্রিটেনের ইতিহাসে গভীর শোক ও সংহতির প্রতীক হিসেবে স্মরণ করা হয়।
১২৩ বার পড়া হয়েছে