সর্বশেষ

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিনে শান্তি ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে জোরালো আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিলের রিও দে জেনেইরোতে ২০২৫ সালের ৬ জুলাই শুরু হয়েছে ১৭তম ব্রিকস (BRICS) সম্মেলন।

দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনেই সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা বৈশ্বিক শান্তি, অর্থনীতি ও শাসন কাঠামো সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ প্রতিনিধিত্ব করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সরাসরি অংশ নেন।

প্রথম দিনের আলোচনায় বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক ও ডব্লিউটিও-র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আহ্বান জানান।গাজা, ইরান ও ইউক্রেন সংকট নিয়েও যৌথ বিবৃতি প্রস্তুত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে সদস্য দেশগুলোর ওপর চাপ বেড়েছে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। সম্মেলনে সম্প্রতি যোগ দেয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেন এবং আরও কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন