বাস- মাইক্রোবাস সংঘর্ষে ১১ মৃত্যুর ঘটনায় সেই বাস চালক গ্রেফতার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় পলাতক বাসচালককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭ এর একটি দল রবিবার (৬ জুলাই) রাতে রাজধানীর দক্ষিণ খানের আনসার ক্যাম্প এলাকা থেকে সোহেল তালুকদার (২৭) নামের ওই চালককে গ্রেফতার করে। সোহেল ঢাকার দক্ষিণ খান এলাকার বাসিন্দা ও হানিফ নামে এক ব্যক্তির ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার পর সোহেল রাজধানীতে পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসচালক সোহেল ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার সোহেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
১২৮ বার পড়া হয়েছে