শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ।
এই মামলায় আরও দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এদিন শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের নিযুক্ত রাষ্ট্রীয় আইনজীবীরা আজ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করবেন।
এরই মধ্যে মামলার গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় ট্রাইব্যুনালের নির্দেশে তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১ জুলাই প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নিলেও আসামিপক্ষের কেউ অংশ নেয়নি।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন শেষ হলে আগামী আগস্টের শুরুতেই শুরু হতে পারে সাক্ষ্যগ্রহণ পর্ব। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এ মামলায় যুক্তি-তর্ক ও প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
১২৪ বার পড়া হয়েছে