সর্বশেষ

আন্তর্জাতিক

এরবিল বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত: লক্ষ্য মার্কিন জোট ঘাঁটি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৩জুলাই বৃহস্পতিবার রাতে একটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই বিমানবন্দরেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনা ঘাঁটি রয়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কাউন্টার-টেররিজম বিভাগ জানায়, রাত ৯টা ৫৮ মিনিটে (স্থানীয় সময়) একটি ড্রোন বিমানবন্দরের কাছে শনাক্ত হলে সেটি গুলি করে নামানো হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

এরবিল বিমানবন্দরের পরিচালক ডানা তোফিক জানান, বিমানবন্দর ও আশপাশের এলাকা নিরাপদ রয়েছে। নিরাপত্তাজনিত সতর্কতার কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়, তবে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও তেল শোধনাগারে ড্রোন ও রকেট হামলা বেড়েছে। সাধারণত এসব হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের সন্দেহ করা হয়।

এর আগে একই দিন কিরকুক বিমানবন্দরের কাছেও একটি বিস্ফোরকবাহী ড্রোন পড়ে এবং সপ্তাহজুড়ে ইরাকের বিভিন্ন স্থানে একাধিক রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন