সর্বশেষ

আন্তর্জাতিক

বৈরুতে গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১, আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে খালদেহ এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি ব্যস্ত সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ৩ জুলাই বিকেল ৫টার দিকে খালদেহ সড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে প্রথমে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গাড়িটি থামলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে, এতে গাড়িটি পুড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নাম কাসেম আল-হুসেইনি বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিলেন ইরানের কুদস ফোর্সের হয়ে অস্ত্র পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক ব্যক্তি। তবে নিহত ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের লিতানি নদীর আশেপাশের উপত্যকায় সন্দেহভাজন হিজবুল্লাহ অবস্থানে অন্তত আটটি বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হলেও, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলো সাধারণত দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ থাকলেও, বৈরুতের এত কাছে এবং ব্যস্ত সময়ে হামলা বিরল ঘটনা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন