দেশে ডেঙ্গু প্রতিরোধে চীন পাঠালো ১৯ হাজার কিট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১১ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।
৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গু ও শনাক্তকরণ কিট এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি মোকাবিলায় চায়না (চীন) ১৯ হাজার ডেঙ্গু শনাক্তকরণের কিট উপহার দিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা ডঃ লিউ ইউয়িন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কিট আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
চীনা কর্মকর্তা ডঃ লিউ ইউয়িন বলেন, “বাংলাদেশ সরকারের অনুরোধেই আমরা এই কিটগুলো দিচ্ছি, এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্টানের পর সাংবাদিকদের প্রশ্নে প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান জানান, “ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে এবং রোগের ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি তিনি জনসচেতনতার উপর জোর দিয়ে বলছেন, সচেতনতামূলক নির্দেশনা মেনে চলা এখন প্রধান দায়িত্ব।”
দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন থেকে পাঠানো কিটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসা মহল।
১২৯ বার পড়া হয়েছে