সর্বশেষ

অপরাধ

সাজানো ছিনতাই নাটক: মানি এক্সচেঞ্জের ৫ লাখ রিয়াল লুটে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন কর্মীও রয়েছেন, যিনি মূলত পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পল্টন থেকে উত্তরার উদ্দেশ্যে প্রাইভেট কারে রওনা হন মানি এক্সচেঞ্জের এক কর্মী, সঙ্গে ছিল ৫ লাখ সৌদি রিয়াল। পথিমধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি ঘিরে ধরে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পরই ভুক্তভোগী কর্মী থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

তবে তদন্তে পুলিশ জানতে পারে, এটি ছিল পূর্বপরিকল্পিত একটি ছিনতাই নাটক। ওসি আসলাম হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, পুরো ঘটনাটি সাজানো। প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মী এই পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।”

ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধে জড়িত বাকি অংশীদারদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন