ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সঙ্গে সমস্ত সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বুধবার (২ জুলাই) এই সিদ্ধান্ত কার্যকর করার অনুমোদন দিয়েছেন। খবরটি কাতারভিত্তিক আলজাজিরা প্রকাশ করেছে, যা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি থেকে সংগৃহীত।
এ সম্পর্কে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্টে সম্প্রতি একটি আইন পাস হয়, যা আইএইএ’র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের নির্দেশ দেয়। প্রেসিডেন্ট এই আইন অনুমোদন করার পর এটি বাধ্যতামূলক হয়ে গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ পারমাণবিক তদারকি ব্যবস্থায় বড় সমস্যা সৃষ্টি করতে পারে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বৃদ্ধি পাবে।
গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ১৩ জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার জবাবে তেহরানও প্রতিক্রিয়া জানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। যদিও ২৪ জুন ১২ দিনব্যাপী সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
যদিও যুদ্ধবিরতি হয়েছে, তথাপি আইএইএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বজায় রাখা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। আইএইএ দীর্ঘদিন ধরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন, ইরান বেসামরিক অজুহাতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে; তবে তেহরান বরাবর দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ।
১৪৩ বার পড়া হয়েছে