সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় সভাপতিসহ ৩০ সাংবাদিক আহত

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা প্রেসক্লাব ঘিরে চলমান নেতৃত্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ জুন) দুপুরে প্রেসক্লাবের সামনে সংঘটিত এই হামলায় ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে এক শান্তিপূর্ণ সভা আয়োজনের প্রস্তুতিকালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়। অভিযোগ রয়েছে, ক্লাবের একটি বিপক্ষ গোষ্ঠীর কথিত সভাপতি আ.ন.ম আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে ইমরান ও অমিত ঘোষসহ ভাড়াটে ও মাদকাসক্ত সন্ত্রাসীরা এ হামলা চালায়।
হামলার শিকার প্রেসক্লাব সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম বলেন, “আমরা প্রেসক্লাবে একটি সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় পরিকল্পিতভাবে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন।”
বাংলাভিশন ও বাসসের প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেসক্লাব দখল করে রেখেছেন। আজ তারা ভাড়াটে বাহিনী দিয়ে সাংবাদিকদের ওপর যেভাবে বর্বর হামলা চালিয়েছে, তা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”
হামলার ঘটনায় আসাদুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
এদিকে এই ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে