জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাস হিসেবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই মাসকে ‘গণজাগরণ ও ঐক্যের মাস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘এ মাসের স্মৃতিকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঐক্য ও স্বপ্নের পতাকা হাতে।’
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “গত বছর এই সময়ে ছাত্র, জনতা, শ্রমিক, রিকশাচালক, এমনকি কিশোরেরাও নিজেদের রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করতেই এ অনুষ্ঠান। পাশাপাশি আমরা নতুন করে শপথ নেব—স্বৈরাচার যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টজুড়ে এই পুনরুত্থান কর্মসূচির মাধ্যমে আমরা শুধু অতীতকে স্মরণ করব না, বরং একটি নতুন ভবিষ্যতের সূচনাও করব। এই আয়োজন আমাদের স্বপ্ন ও ঐক্যকে পুনরুজ্জীবিত করবে।”
অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ, রাজনৈতিক সংগঠন, ছাত্র ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সভা, আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
১৩৫ বার পড়া হয়েছে