সর্বশেষ

সারাদেশ

নীলফামারীতে ট্রেনে কেটে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী প্রতিনিধি

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীর পলাশবাড়ির তেঁতুলতলা এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার বাসিন্দা সন্তোষ রায় (৪০) ও ভবেস রায় (২৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই। সকালে তারা একসঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পলাশবাড়ির তেঁতুলতলা রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসা-যাওয়ার দিক স্পষ্টভাবে দেখা যায় না। এছাড়া গেট বা গেটম্যানের ব্যবস্থা না থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, “এই রেলক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। গেট এবং গেটম্যানের অভাবে আজও দুটি মূল্যবান প্রাণ চলে গেল।”

নিরাপত্তাহীন এই রেলক্রসিংটি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন