সর্বশেষ

জাতীয়আজ শেষ হল নির্বাচনে মনোনয়নপত্র জমা
বিএনপির রদবদল: খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
কনকনে শীত আরও তিন–চার দিন, দুর্ভোগ কাটছে না
সারাদেশবগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ৩ জন আটক
শিবগঞ্জে ককটেল তৈরি ও বিস্ফোরণের আলামত উদ্ধার
পাবনার বেড়ায় অজ্ঞাতদের হামলায় বৃদ্ধার মৃত্যু
আন্তর্জাতিকসেনাসমর্থিত ইউএসডিপির একতরফা জয়ের আভাস, ভোটে বাধ্য করার অভিযোগ
তাইওয়ানে চীনের লাইভ-ফায়ার সামরিক মহড়া, উত্তেজনা চরমে
২০২৫ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর দ্বিগুণেরও বেশি, মানবাধিকার সংগঠনের উদ্বেগ
মেক্সিকোর ওয়াহাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় শতাধিক
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
আন্তর্জাতিক

শীর্ষ সেনা কর্মকর্তাদের মৃত্যু, ইরানে সেনাবাহিনীর নেতৃত্বে বড় রদবদল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ জুন, ২০২৫ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন এনেছে তেহরান।

এই রদবদলের মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা কাঠামোকে আরও সংগঠিত করার চেষ্টা করছে বলে ধারণা বিশ্লেষকদের।

শুক্রবার (১৪ জুন) ভোরে ইসরায়েলের চালানো একাধিক হামলায় নিহত হন ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক ও বেসামরিক নেতা। নিহতদের মধ্যে অন্যতম ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। এছাড়া অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি ও গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবিও নিহত হন।

তেহরানে একটি ভূগর্ভস্থ বাংকারে বৈঠকের সময় আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে ছিলেন মহাকাশ শাখার প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের গুরুত্বপূর্ণ কমান্ডাররা।

এই শূন্যতা পূরণে ইরান দ্রুত নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। নতুন সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরহিম মোসাভি। তিনি এর আগে সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং আইআরজিসির বাইরের প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন।

আইআরজিসির নতুন প্রধান করা হয়েছে মোহাম্মদ পাকপুরকে। তিনি ১৬ বছর ধরে আইআরজিসির স্থলবাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং ইরান-ইরাক যুদ্ধে সক্রিয় ছিলেন।

এছাড়া, অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আমির হাতামিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর কমান্ডার করা হয়েছে। মহাকাশ শাখার নেতৃত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোসাভি, যিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বিশেষজ্ঞ এবং ‘মিসাইল প্রোগ্রামের জনক’ হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। ইতোমধ্যে ইরান থেকে ছোড়া শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ও আবাসিক এলাকাগুলিতে আঘাত হেনেছে, যাতে কমপক্ষে ১৪ জন নিহত এবং বহু আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রোববার ভোরে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর ওপর। পাল্টা জবাবে ইসরায়েল আঘাত হানে ইরানের তেল, গ্যাস, স্টিল ও গাড়ি কারখানার ওপর। ইরানের দাবি, এই হামলায় এখন পর্যন্ত ২৫ শিশুসহ ২২০ জনের বেশি নিহত হয়েছেন।

তেহরানের বিভিন্ন এলাকায় রোববারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীজুড়ে পোস্টারে লেখা দেখা যাচ্ছে—‘আপনারা যুদ্ধ শুরু করেছেন, আমরা তা শেষ করব।’

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন