সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদির জরুরি অস্ত্রোপচারের অনুমতি পরিবারের
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
জাতীয়

গভীর রাতে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ জুন, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাপানে চার দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে ড. ইউনূস টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (বা সংশোধন অনুযায়ী "ইশিবার") সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় নেতা চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই দিনে স্বাক্ষরিত হয় তিনটি সমঝোতা স্মারক (MoU), যার আওতায় অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৪১৮ মিলিয়ন ডলার, জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লেন রেলপথ প্রকল্পে ৬৪১ মিলিয়ন ডলার ঋণ এবং মানবসম্পদ উন্নয়নে ৪.২ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করা হয়।

এছাড়া সফরের সময় ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ড. ইউনূস। এ অনুষ্ঠানে দুই দেশের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ এবং অন্যান্য খাতে সহযোগিতা নিয়ে ছয়টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর একদিন আগে, বৃহস্পতিবার, জাপানে বাংলাদেশের দক্ষ কর্মী পাঠানো এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। টোকিওর হিরাকাওচোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সেমিনারে এই চুক্তিগুলো হয়, যেখানে জানানো হয় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো।

সফরের তৃতীয় দিন ড. ইউনূস টোকিওতে ৩০তম নিক্কেই ফোরাম: ‘ফিউচার অব এশিয়া’-তে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ওই দিনই তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ দিতে সমর্থনের আহ্বান জানান।

সফরের শেষ দিন, শুক্রবার, জাপানের সোকা বিশ্ববিদ্যালয় তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

উল্লেখ্য, নিক্কেই এশিয়া পুরস্কারপ্রাপ্ত ড. ইউনূস গত ২৮ মে চার দিনের সফরে টোকিও যান।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন