রাজধানীর নয়াপল্টনে তরুণদের সমাবেশে নেতাকর্মীদের ঢল, জনসমুদ্র

বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র তিন সংগঠনের উদ্যোগে বুধবার ২৮ মে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
লাখো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, টি-শার্ট ও মাথায় পতাকা ধরে নানা শ্লোগান দেন। সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড, থানা, বিভাগ থেকে সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বিকেল ৩টা ৩৫ মিনিটে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এই সমাবেশে যোগ দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জনপ্রিয় নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। এ বিষয়ে তার ফেসবুক পেইজে লিখেন, ‘নয়াপল্টনের জনসমুদ্রে আমি ছিলাম মাঠে—তারুণ্যের পাশে, পরিবর্তনের পক্ষে। আজ হাজারো কণ্ঠে একটাই দাবি উঠেছে—রাজনৈতিক অধিকার ফিরিয়ে দাও। এই জাগ্রত তরুণেরা একদিন গড়ে তুলবে নতুন বাংলাদেশ। আমি মানুষের পাশে, এই পথে অঙ্গীকারবদ্ধ।’ তিনি সেখানে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। তার সঙ্গে ছিলেন কুষ্টিয়া ও ঢাকার নেতাকর্মীরা।
আয়োজনে দেশের বিভিন্ন বিভাগ থেকে নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, পতাকা ও পোশাক পরে সমাবেশের মুখরতা বাড়ান। মঞ্চের সামনে দেশীয় শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় গান শোনা যায়। মাইক দিয়ে চলে বিভিন্ন দলের নেতা-কর্মীদের স্লোগান ও বক্তব্য। সমাবেশের পুরো সময়জুড়ে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে সংগঠনের নেতাকর্মীরা একযোগে দাড়ানো ছিলেন।
নেতাকর্মীদের এই সমাবেশ তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণ নেতাকর্মীরা ভবিষ্যৎ পথচলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
১৮৬ বার পড়া হয়েছে