সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানকে লক্ষ্য করে দ্রুত সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৮ মে, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র ৭ ঘণ্টার মধ্যে ইরানের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে এবং সকল পারমাণবিক স্থাপনা ধ্বংসে প্রস্তুত রয়েছে। দেশটি মনে করছে, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি বন্ধ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।

নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে সতর্ক করেছিলেন যে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ওই প্রতিবেদনকে "ভুয়া খবর" বলে আখ্যা দিয়েছে। যদিও তারা নির্দিষ্ট করে বলেনি, প্রতিবেদনের কোন অংশটি ভুল।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ইরানের পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় ট্রাম্প নেতানিয়াহুকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কার্যক্রমে হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়।

এদিকে, গত ২৩ মে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে ৫ম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কিছু অগ্রগতি হলেও এখনও তা চূড়ান্ত নয়।

আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন দফা আলোচনার প্রস্তুতি চলছে এবং তিনি আশা করছেন, আগামী এক বা দুটি বৈঠকের মধ্যেই ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন