চট্টগ্রামে পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ইউনিফর্ম, গ্রেফতার ৩

রবিবার, ২৫ মে, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ জাতিগত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি হচ্ছিল বিপুল সংখ্যক ইউনিফর্ম।
নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করেছে পুলিশ। আট দিন আগে জব্দ করা হলেও বিষয়টি প্রকাশ পায় আজ রোববার (২৫ মে)।
রিংভো অ্যাপারেলস নামের ওই পোশাক কারখানা থেকে ইউনিফর্মগুলো উদ্ধার করা হয় ১৭ মে রাতে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। তারা হলেন কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দার।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় গত ১৮ মে একটি মামলা দায়ের করা হয়। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার দুটি কোটি টাকার চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজটি নেন। এই চুক্তি হয় মংহলাসিন মারমা ওরফে মং নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি কেএনএফের সঙ্গে সম্পৃক্ত। কেএনএফ সদস্যরাই সরাসরি কাপড় সরবরাহ করে ইউনিফর্ম তৈরির নির্দেশ দেন।
এ মাসেই তৈরি পোশাকগুলো হস্তান্তরের কথা ছিল বলে জানা গেছে। তবে পুলিশ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
১২৩ বার পড়া হয়েছে