সর্বশেষ

জাতীয়

কুরবানির চামড়ার নতুন দাম ঘোষণা করল সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।

২০২৫ সালে লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ঢাকায় প্রতি পিস ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বছর প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে এই সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।


রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চামড়ার দামের ক্ষেত্রে এবার বর্গফুটভিত্তিক মূল্যও নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরের এলাকায় ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, লবণযুক্ত খাসির চামড়ার দাম নির্ধারিত হয়েছে সারাদেশে প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা।

বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, বাজারে যেন কেউ এর কম দামে চামড়া কিনতে না পারে, সেজন্য প্রয়োজনীয় নজরদারি থাকবে। পাশাপাশি কোরবানির সময় যাতে চামড়া নষ্ট না হয় এবং দরিদ্ররা যেন ন্যায্যমূল্য পায়, সে বিষয়েও সরকার উদ্যোগ নিয়েছে।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক বৈঠকে জানানো হয়, কোরবানির পরে ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রতি বছর অনেক চামড়া অব্যবস্থাপনার কারণে নষ্ট হয়, যা যেন না ঘটে সে জন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গরিব, এতিমখানা, মাদ্রাসাগুলোর জন্য দেওয়া চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার তৎপর। এছাড়া চামড়ার বেচাকেনায় 'হাসিল' (ট্যাক্স বা কমিশন) কমানোর বিষয়েও আলোচনা হয়েছে, যাতে অতিরিক্ত বোঝা না পড়ে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন