সর্বশেষ

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের কয়েকটি জেলায় শুরু হওয়া বৃষ্টিপাত বর্তমানে বিস্তৃত হয়ে পড়েছে সারাদেশে।

গতকাল শুক্রবার সাগরে সৃষ্ট গভীর মেঘমালার কারণে দেশের তিনটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে এ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ঘনীভূত সঞ্চারণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে বৃষ্টিপাত আরও ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও ইতোমধ্যে মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে তা বাংলাদেশের কক্সবাজার উপকূলের কাছাকাছি চলে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী ২৫ থেকে ২৭ মে’র মধ্যে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাংশে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, মে মাস সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ মাস। গত বছর এই সময়েই ঘূর্ণিঝড় ‘রিমাল’ আঘাত হানে বাংলাদেশের উপকূলে। এবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে নাম হবে ‘শক্তি’ — যার নামকরণ করেছে শ্রীলঙ্কা।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ৮১ মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাস দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের বর্তমান তাপমাত্রা ঘূর্ণিঝড়ের জন্য সহায়ক। তবে ঘূর্ণিঝড় হবে কিনা এবং তার গতিপথ সম্পর্কে নিশ্চিত হতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন