সর্বশেষ

রাজনীতি

ইশরাকের মেয়র পদ দাবিতে মৎস্য ভবন মোড়ে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব না দেওয়ায় আজ বুধবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

সকালে নির্ধারিত সময়সীমা (১০টা) পেরিয়ে যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় রাজধানীর মৎস্য ভবন মোড়, নগর ভবনের সামনের এলাকা এবং কাকরাইল মোড়ে বিক্ষোভে নামে দলটির নেতাকর্মীরা।

সকাল ১০টার কিছু পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। পরে সড়কে বসে পড়ায় এই মোড় হয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী জানান, সরকার আদালতের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে দায়িত্ব না দিয়ে ‘সময়সীমা পেরিয়ে যাওয়ার’ কৌশল নিচ্ছে, যা দলটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

এদিকে, নগর ভবনের সামনেও ইশরাকপন্থী কর্মীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজও সব ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন। ফলে নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন জানিয়েছে, দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে তারা কর্মবিরতি পালন করছে এবং দাবি আদায় না হলে নাগরিক সেবার ওপর আরও কঠোর অবস্থান নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার আন্দোলনের ষষ্ঠ দিনে সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়কারী মশিউর রহমান ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। সময়মতো কোনো সিদ্ধান্ত না এলে, আরও কঠোর কর্মসূচি এবং রাজধানী অচলের হুঁশিয়ারি দেন তিনি।

এই হুঁশিয়ারির অংশ হিসেবেই আজ সকাল থেকে রাজপথে নেমে এসেছে বিএনপি ও সমর্থক সংগঠনগুলো। একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনেও বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে বিএনপির একটি অংশ পৃথকভাবে সমাবেশ করেছে।

সকালে কাকরাইলের যমুনা ভবনের আশপাশেও বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পুলিশ আগেভাগেই সড়ক আটকে দিয়ে ওই এলাকায় যাওয়া বন্ধ করে দেয়। ফলে সেখানে থেমে যান বিএনপির কর্মসূচি।

এ প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টা) পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে, এবং পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন