সর্বশেষ

অপরাধ

রাতে রাজধানীতে ২ খুন, রহস্য উদঘাটনের দাবি পুলিশের, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর জিগাতলা ও হাজারীবাগে এক রাতেই ঘটে যাওয়া দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে।

নিহতদের মধ্যে জিগাতলার সামিউর রহমান ওরফে আলভী (২৭) ধানমন্ডির একটি কলেজের ছাত্র ছিলেন এবং তিনি হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গেট সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। অপরদিকে, নিহত নুরুল হক (২৪) একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে বসবাস করতেন।

ডিএমপি জানায়, গত শুক্রবার (১৭ মে) রাতে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আলভী ও নুরুল হক—দুজনই ছুরিকাঘাতে নিহত হন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

বুধবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, হাজারীবাগ থানার জাফরাবাদ ও জিগাতলা এলাকায় ঘটে যাওয়া এ দুটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়েছে। তিনি বলেন, ‘মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ড সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।’

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন