জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন পাবনার মুহাম্মাদ আসাদুল্লাহ

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নের কৃতি সন্তান, কথাসাহিত্যিক ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।
রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে গত ১৬ মে এক বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৩৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কমিটির নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম (আহ্বায়ক), ডা. জাহিদুল ইসলাম (সদস্য সচিব), এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুহিন মাহমুদ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) ও নাহিদা বুশরা।
এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মুহাম্মাদ আসাদুল্লাহ ছাড়াও রয়েছেন প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, মো. গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আইশা আহমেদ, হিফজুর রহমান বকুল ও মো. মারুফ আল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক তারিকুল ইসলাম। এতে বলা হয়, ‘জাতীয় যুবশক্তি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেরই ধারাবাহিক রূপ’, এবং সংগঠনটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “শৈশব থেকেই রাজনীতি সচেতন ছিলাম। তবে কখনো সক্রিয় রাজনীতিতে যুক্ত হবো ভাবিনি। কিন্তু আগস্টের অভ্যুত্থানে যেসব ঘটনা সামনে এসেছে, তা আমাকে নাড়া দিয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা চিন্তা করে দায়বদ্ধতা থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তনের পেছনে যুবসমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমিও সেই ধারাবাহিকতায় একটি দায়িত্ব পালন করতে চাই। বিশেষ করে পাবনাবাসীর পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, মুহাম্মাদ আসাদুল্লাহ জাতীয় পর্যায়ের একজন কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক হিসেবে পরিচিত। গত ১৫ বছর ধরে তিনি জাতীয় দৈনিকে লেখালেখির পাশাপাশি কবিতা, গল্প ও উপন্যাস রচনা করে চলেছেন। ইতোমধ্যে তার সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে