পাবিপ্রবিতে ই-জিপি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সোমবার, ১৯ মে, ২০২৫ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ট্রেনিং অন ই-জিপি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ই-রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পেশাগত কাজে প্রয়োগ করে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। সবার সম্মিলিত সহযোগিতায় পাবিপ্রবি আরও এগিয়ে যাবে।"
তিনি আরও বলেন, "জনগণের করের টাকায় দেশ পরিচালিত হয়, সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ই-জিপির মতো ব্যবস্থাপনার জ্ঞান অর্জন জরুরি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, “শুধু সনদ অর্জনই প্রশিক্ষণের উদ্দেশ্য নয়, বরং প্রাপ্ত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করলেই এর প্রকৃত সফলতা আসে। নিয়মিতভাবে প্রশিক্ষণ গ্রহণ ও চর্চার মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব।”
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রোগ্রামার প্রকৌশলী শহিদুল হক পলাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৪ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আগামী বুধবার প্রশিক্ষণ শেষ হবে।
১৩৩ বার পড়া হয়েছে