সর্বশেষ

জাতীয়

পাচারের অর্থ ফেরাতে সময় লাগলেও বিদেশের সম্পদ জব্দ দ্রুত সম্ভব: গভর্নর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বাইরে পাচার হওয়া অর্থ আইনগত প্রক্রিয়া শেষে ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে এক বছরের মধ্যেই বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, পলাতক অর্থপাচারকারীদের জব্দকৃত অর্থ ও সম্পদ সমাজের দরিদ্র জনগোষ্ঠী এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। এ উদ্দেশ্যে একটি বিশেষ ফান্ড গঠন করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, “আইনের যথাযথ ধারা অনুসরণ করেই আমরা কাজ করবো। প্রয়োজনে বিদ্যমান আইনে সংশোধনী আনা হবে।”

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন