স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞা: বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি সভা কাল

সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও প্লাস্টিকসহ সাত ধরনের পণ্য আমদানিতে হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর প্রেক্ষিতে পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় ঠিক করতে আগামীকাল (সোমবার) জরুরি বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানিতে উদ্ভূত সমস্যাগুলো নিরসনে এবং সম্ভাব্য পদক্ষেপ নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য সচিবের সভাপতিত্বে বিকেল ৪টায় মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় অংশ নেবে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল।
এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এফবিসিসিআই, বিজিএমইএ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের।
পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ভারতের এ ধরনের নিষেধাজ্ঞা রপ্তানিকারক খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতি উত্তরণে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
১১৫ বার পড়া হয়েছে