সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজার উত্তরে ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো তীব্র অভিযানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একইসঙ্গে অঞ্চলটি থেকে প্রায় ৩ লাখ বাসিন্দাকে গাজা শহরের দিকে জোরপূর্বক স্থানান্তর করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ।”

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার এক হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। একইসঙ্গে শত শত শরণার্থী তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া ও আশপাশের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার মিডিয়া অফিসের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রায় ১৪০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

গাজা শহরের পরিস্থিতিও দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আশ্রয়কেন্দ্র ও তাঁবুর অভাবে হাজার হাজার মানুষ রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায় খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি চরম আকার ধারণ করেছে।

মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ, মানবিক সহায়তা সরবরাহে পথ খুলে দেওয়া এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

এদিকে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চার দিনের উপসাগরীয় সফরের সময় ইসরায়েলি হামলায় ৩৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের চার দিনে নিহতের সংখ্যা ছিল প্রায় ১০০ জন।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। গাজায় ইসরায়েল ২ মার্চ থেকে সব ধরনের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ রেখেছে। এর পর ১৮ মার্চ আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে তারা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন