সর্বশেষ

সারাদেশ

কারাগারে আদিবাসী যুবকের মৃত্যু: বান্দরবানে বিক্ষোভ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মোঃ আরিফ, বান্দরবান
মোঃ আরিফ, বান্দরবান

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আদিবাসী যুবক লাল ত্নেং কিম বম (৩০)-এর মৃত্যুর ঘটনায় বান্দরবানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর গ্রেফতার হয়েছিলেন।

শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে মধ্যম পাড়া, উজানি পাড়া ও বান্দরবান বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন কারাগারে বিনা চিকিৎসায় থাকার ফলে লাল ত্নেং কিম বমের মৃত্যু হয়েছে, যা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বক্তারা আরও বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে রুমা ও থানচিতে সংঘটিত ব্যাংক ডাকাতি ও সশস্ত্র হামলার ঘটনায় কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই বম জনগোষ্ঠীর নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে।

সমাবেশে জানানো হয়, বম সম্প্রদায়ের প্রায় ১০ হাজার মানুষের মধ্যে চার হাজারের বেশি মানুষ বাধ্য হয়ে দেশত্যাগ করেছেন এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কেএনএফ-এর সঙ্গে প্রকৃতভাবে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হলেও, নিরপরাধদের যেন অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়—এমন আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইয়াং বম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লালথার ঙাক জেমস বম, বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী জিনাস বম ও মারমা শিক্ষার্থীদের প্রতিনিধি উমংছিং মারমা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় একাধিক ব্যাংকে ডাকাতি, হামলা এবং পুলিশ ও আনসার বাহিনীর কাছ থেকে অস্ত্র লুটের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ২৫ জন নারীসহ মোট ১১৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন